সেলিম হায়দার, সাতক্ষীরা : সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্তে ৫৯ ভরি স্বর্ণসহ শরিফুল ঢালী নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে তাকে আটক করা হয়। শরিফুল ভারতের উত্তর চব্বিশ পরগণার হরিহরনগর সোলাদানা গ্রামের মৃত করিম ঢালীর ছেলে। কোমরপুর বিওপির সুবেদার আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কোমরপুর সীমান্ত এলাকা থেকে ৫৯ ভরি স্বর্ণসহ শরিফুলকে আটক করা হয়।