সুরক্ষা সরঞ্জামের দাবিতে কর্মবিরতিতে খুমেক’র ইন্টার্ন চিকিৎসকরা

প্রকাশঃ ২০২০-০৩-২৩ - ১৪:১৭
খুলনা অফিস : করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের দাবিতে খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।

রবিবার রাত থেকে হাসপাতালের ওয়ার্ডে রোগী দেখা বন্ধ করে দিয়েছেন তারা। ইন্টার্ন চিকিৎসকরা জানান, কয়েকদিন ধরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের দাবি জানিয়ে আসছিলেন তারা।

সম্প্রতি সেবা দিতে গিয়ে দুই ইন্টার্ন চিকিৎসক জ্বর ও সর্দি কাশিতে আক্রান্ত হওয়ায় অন্যদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। করোনা প্রতিরোধে সুরক্ষা সরঞ্জাম ছাড়া ওয়ার্ডগুলোতে চিকিৎসা দিতে যাবেন না বলেও জানান ইন্টার্ন চিকিৎসকরা।

এদিকে, আলোচনার মাধ্যমে শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন হাসপাতালের পরিচালক।