আটোয়ারীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

প্রকাশঃ ২০১৭-১০-২২ - ১৮:০৪

এ রায়হান চৌধূরী রকি, আটোয়ারী (পঞ্চগড়): পঞ্চগড়ের আটোয়ারীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা করার অভিযোগে পাষন্ড স্বামী আটক হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে আটোয়ারী থানায় ৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযোগে জানাগেছে, উপজলোর তোড়িয়া ইউনিয়নের সাহাপাড়া গ্রামের নাসির উদ্দীন চৌকিদার এর ৩য় স্ত্রী রাহেনা বেগম (৪৩) এর সাথে পারিবারিক কারনে বড় বউ ও ছেলে প্রায় সময় মারধর করে। এই বিষয়ে একাধিকবার স্বামী নাসিরকে বলেও কোন সমাধান পায়নি রাহেনা। গত শনিবার রাত ৮টায় পুর্বের ন্যায় ঝগড়া বিবাদ শুরু হলে নাসিরের ১ম ও ২য় স্ত্রী সহ বড় ছেলে রাহেনাকে মারধর শুরু করে। এতে বাড়িতেই মৃত্যু বরন করেন রাহেনা। এ ঘটনা এলাকায় দ্রুত ছড়িয়ে পরলে নাসির ও পরিবারের লোকজন সহ রাহেনাকে ফাসিতে ঝুলিয়ে রেখে মেয়ের বাবাকে খবর দেয়। পরে মেয়ের বাবা হাফিজ উদ্দীন নাসিরের বাড়িতে যান। পরে আটোয়ারী থানায় খবর দিলে পুলিশ নাসিরের বাড়িতে যান এবং লাশ ময়না তদন্তে পাঠানোর জন্য আটোয়ারী থানায় নিয়ে আসেন। রাতেই মেয়ের বাবা হাফিজ উদ্দীন বাদী হয়ে আটোয়ারী থানায় ৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে পাষন্ড স্বামী নাসির চৌকিদারকে আটক করতে পারলেও বাকী ৭ আসামী ধরতে সক্ষম হয়নি থানা পুলিশ। পরদিন রবিবার সকালে আটোয়ারী থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠান ও আসামী পাষন্ড স্বামী নাসির উদ্দীন চৌকিদারকে আদালতে প্রেরন করেন। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।