কালিগঞ্জে গাছ কাটতে বাঁধা দেয়ায় জমির মালিকের উপর সন্ত্রাসী হামলা আহত ৫

প্রকাশঃ ২০১৭-০৭-১৩ - ০২:৪৮

ঝিনাইদহ, কালিগঞ্জঃ কালিগঞ্জ উপজেলার দুদলী গ্রামের বসতভিটার উপর গাছ কাটতে বাঁধা দেয়ায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ঘটনা সূত্রে জানা যায় যুগের পর যুগ ধরে বসবাসকারী দুদলী গ্রামের মৃত ইউসুফ মল্লিকের পুত্র বানু মল্লিক এর বসতভিটার উপর সন্ত্রাসীদ্বারা জোরপূর্বক গাছ কাটতে গেলে জমির মালিক বানু মল্লিকের স্ত্রী নিলুফা বেগম (৪২) বাঁধা প্রদান করলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তার উপর ঝাপিয়ে পড়ে। এসময় নিলুফা বেগমকে উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা তাদের উপরও ক্ষিপ্ত হয়ে গাছকাটা ধারালো দা ও লোহার রড দিয়ে মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করলে ঘটনাস্থলে একই গ্রামের মৃত জিন্নাত মল্লিকের ছেলে মোমিনুর রহমান, আমিনুর রহমান রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। এমতাবস্থায় এহেন হীন কাজের প্রতিবাদ করতে গিয়ে সচেতন যুবক আজমীর হোসেন ও মাকছুরা সন্ত্রাসীদ্বারা মারাত্মক জখম হয়। বর্তমানে মোমিনুর, আমিনুর, নিলুফা, মাকছুরা ও আজমীর হোসেন কালিগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। এদের মধ্যে আজমীরের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে রেফারের জন্য কালিগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সের আরএমও তৈয়েবুর রহমান দৈনিক নওয়াপাড়া প্রতিনিধিকে জানান। ঘটনার বিবরণে আরো জানা যায় দুদলী বহুল আলোচিত ছোঁট মিয়া পীর সাহেবের দরগা শরীফের জায়গা দখলকারীরা তারই জের ধরে একই ঘটনা ঘটিয়েছে। এখবর লেখা পর্যন্ত কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।