কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশঃ ২০২৩-০৩-১৩ - ১২:২৭

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে পঞ্চাশোর্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮ টার দিকে উপজেলার বিষ্ণুপুর গ্রামের চালতেতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ওই ব্যক্তি হলেন, পারুলগাছা গ্রামের মৃত সতীন্দ্রনাথ ঘোষ ওরফে ধোনা ঘোষের ছেলে বিমর ঘোষ।

বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, বিমল ঘোষ সবজিসহ বিভিন্ন সবজির ব্যবসা করতেন। রোববার সকালে তিনি আগে থেকে কিনে রাখা গাছের সজিনা ডাটা পাড়ার জন্য বিষ্ণুপুরের চালতেতলা এলাকায় যান। গাছে উঠে একটি ডাল আংশিক কাটার পরপরই সেটি পার্শ্ববর্তী সঞ্চালন লাইনের বিদ্যুতের তারে স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে তিনি গাছ থেকে নিচে পড়ে যান। এ সময় গাছের নিচে অবস্থানরত অপর ব্যবসায়ী আব্দুল আলিম স্থানীয়দের সহায়তায় বিমল ঘোষকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তনুশ্রী মল্লিক তাকে মৃত ঘোষণা করেন।

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ এবাদ আলী জানান, এখনও পর্যন্ত এ বিষয়ে কেউ থানায় অবগত করেনি। খোঁজ নিয়ে দেখছি।