কালিগঞ্জে ৩৭টি গৃহ নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশঃ ২০২০-১২-০১ - ১৬:২০

আজহারুল ইসলাম, কালিগঞ্জ : কালিগঞ্জে হতদরিদ্রদের গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সংসদ সদস্য ডাঃ আ, ফ, ম, রুহুল হক।” আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার “এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকাল ১০ টায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খাঁন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আশরাফুল হাসান, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনিসুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন পাড়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নাইম, ভূমিহীন সংগ্রাম কমিটির সভাপতি আলহাজ্ব ওহাব আলী সরদার প্রমুখ। সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদের জমি নাই গৃহ নাই এমন পরিবারকে গৃহ তৈরি করে জমি দিয়ে তাদেরকে পুনর্বাসন করে দিচ্ছেন। কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে প্রথম পর্যায়ে ৩৭ টি পরিবারকে গৃহ তৈরি করে জমি দিয়ে পুনর্বাসন করা হচ্ছে। প্রতিটি ঘর নির্মাণে সরকারি ভাবে একটি ঘর নির্মানে ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা। কাজটি সুন্দরভাবে দেখাশুনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন যাদের এ ধরনের ঘর নেই, জমি নেই, প্রধানমন্ত্রী তাদেরকে জমি দিয়ে ঘর দিয়ে পুনর্বাসন করবেন। শুধু তাই নয় যত পরিমাণ ঘর সহযোগিতা প্রয়োজন সবকিছু দিতে প্রস্তুত আছে সরকার। বর্তমান সরকার জনগনের কল্যাণে নিবেদীত। উপজেলার নলতা ইউনিয়নের বাবুরাবাদ গ্রামে রফিকুল ইসলামের ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, নলতা ইউনিয়ন ছাত্রলীগ,যুবলীগ,সেচ্ছাসেবক লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ভুমিহীন নেতাও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।