এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে স্বামী ও সতীন কর্তৃক এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেছে।
এলাকাবাসি সূত্রে জানাগেছে, উপজেলার বায়সা গ্রামের ইলেকটিশিয়ান লুৎফর রহমান ও তার ছোট স্ত্রী চম্পা ওরফে সুমি সাংসারিক বিষয়ে কলেহের জের ধরে মঙ্গলবার সকালে প্রথম স্ত্রী মনোয়ারা বেগম (৫০) কে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে মধ্যযুগীয়ভাবে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। গৃহবধূ মনোয়ারা বেগমের আত্ন চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে দেয়। বর্তমানে তার অবস্থা আশংকা জনক। স্বামী লুৎফর রহমান ভয়ে আইনের আশ্রয় নিতে ভয় পাচ্ছে বলে গৃহবধূ মনোয়ারা বেগম জানান।