কেশবপুরে স্বামী-স্ত্রী হামলার শিকার

প্রকাশঃ ২০১৭-১১-১১ - ২১:৪৪

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর পল্লীতে বিবাহের দাওয়াতে এসে স্বামী-স্ত্রী হামলার শিকার হয়েছে।

কেশবপুর থানা বরাবর লিখিত এজাহার সূত্রে জানাগেছে, উপজেলা বুড়িহাটি গ্রামের লুৎফর রহমান তার মেয়ে সেফালী খাতুনের বিবাহ উপলক্ষে তার ভায়রা ভাই সাতক্ষীরা জেলার তালা উপজেলার ঘোনা গ্রামের মৃত মজিদ সরদারে ছেলে আব্দুল গফ্ফারকে দাওয়াত করেন। গত ৪ নভেম্বর আব্দুল গফ্ফার ও তার স্ত্রী সাহিদা বেগম, মেয়ে লাবনী খাতুন এবং ছেলে হোসাইনকে সাথে নিয়ে  নিজস্ব মটর ভ্যান যোগে ভায়রা ভাই লুৎফর রহমানের বাড়িতে আসেন। এ সময় সাংসারিক বিষয়ে পূর্ব শত্রুতার জের ধরে লুৎফর রহমান, তার স্ত্রী জাহিদা বেগম, একই গ্রামের সিদ্দিক মোড়ল ও বিল্লাল হোসেন এবং টিটাবাজিতপুর গ্রামের আলম সরদার লোহার পূর্ব পরিকল্পিতভাবে রড ও শাবল দিয়ে আব্দুল গফ্ফার ও তার স্ত্রী সাহিদা বেগমের উপর হামলা চালায়। এসময় হামলাকারীরা আব্দুল গফ্ফারের নিজস্ব মোটর ভ্যান ও নগদ ৪৫ হাজার টাকা এবং তার স্ত্রী সাহিদা বেগমের ২৪ হাজার টাকা মূল্যের ২টি স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয়। হামলায় আহত স্বামী-ন্ত্রী কেশবপুর হাসপাতাল থেকে চিকিৎসা  নিয়ে গতকাল  স্বামী গফ্ফার আসামীদের নাম উল্লেখ করে কেশবপুর থানায় একটি এজাহার দায়ের করেছে