খুলনা : খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পৃথক অভিযানে শ্বশুর-জামাইসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছেন শ্বশুর মোঃ ইকরাম শেখ (৪৫) ও তার জামাই সোহেল রানা (২৩) এবং অপর আসামি মাহফুজ মোল্লা (২৪)। এ সময় তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে লবনচরা থানাধীন উত্তর হরিনটানা ও হরিনটানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত্বাবধায়নে গোয়েন্দা বিভাগের পরিদর্শক পারভীন আক্তার নেতৃত্বে একটি টিম উক্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় উত্তর হরিনটানা এলাকার বাসিন্দা মোঃ আজিজ শেখের পুত্র মোঃ ইকরাম শেখ এবং তার জামাই নিয়ামত মন্ডলের পুত্র সোহেল রানাকে ২০০ পিস ইয়াবাসহ আটক করেন। অপর অভিযানে হরিনটানা এলাকার বাসিন্দা মোস্তফার পুত্র মাহফুজ মোল্লাকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক মাদক বিক্রেতাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথকভাবে মামলা দায়ের করা হয়।