খুলনা : খুলনার সদর থানার ৯নং মিয়াপাড়া এলাকায় বাড়ির মালিক শহিদুল ইসলাম ডলারকে হত্যার দুই দিন পর ভাড়াটিয়া বাবু বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাকে মংলার বুড়িডাঙ্গা এলাকা থেকে আটক করা হয়। দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম মিজানুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার রাত ১টার দিকে বাড়ি ভাড়া নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছুরিকাঘাত করে বাড়ির মালিক ডলারকে খুন করে পালিয়ে যায় বাবু। এ ঘটনায় নিহতের স্ত্রী রত্না বেগম হত্যা মামলা করেছেন। হত্যার পর থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবশেষে বৃহস্পতিবার ভোরে মংলা উপজেলার বুড়ির ডাঙ্গায় বাবুর চাচা সুভাস সরকারের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যার কথা স্বীকার করেছে বাবু।