খুলনা : খুলনার দাকোপ উপজেলা শ্রীনগর এলাকা থেকে সীমানা পিলার পাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলো দাকোপ উপজেলার জিন্নাত শেখের ছেলে জিয়ারুল ওরফে জিয়া (৩৮) ও ছাত্তার শেখ (৩৫)।
জেলা ডিবির কর্মকর্তা পুলিশ পরিদর্শক সিকদার আককাছ আলী, পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাকোপের শ্রীনগর এলাকা থেকে তাদের দুই ভাইকে গ্রেফতার করা হয় এবং ৮/৯ জন অপরাধী সুকৌশলে পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১টি সীমানা পিলার, ম্যাগনেটসহ সংশ্লিষ্ট জিনিসপত্র উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, তারা বাংলাদেশের মূল্যবান সীমানা পিলার ইতিপূর্বে ভারতের অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে পাচার করেছে। বর্তমানে তার কথিত সীমানা পিলার তৈরী করে মূল্যবান সীমানা পিলার প্রচার করে বিভিন্ন এলাকার মানুষের সাথে প্রতারণা করে আসছে। ঘটনার বিষয়ে খুলনা জেলা ডিবি পুলিশের এসআই (নিঃ) মোঃ লুৎফর রহমান বাদী হয়ে দাকোপ থানায় মামলা দায়েরের প্রক্রিয়ায় আছে। এক যুগের বেশী সময় ধরে তারা এই প্রতারণার ব্যবসা চালিয়ে আসছে।