খুলনা : খুলনায় ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক মোঃ সোহাগ শেখ (২৩) রায়ের মহল মন্দির রোড এলাকার শেখ আলতাফ হোসেনের ছেলে।
পুলিম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিণটানা থানাধীন রায়ের মহল মোস্তফার মোড় বাইপাস সড়ক ভাই ভাই ষ্টোরের সামনে অভিযান চালিয়ে আসামী মোঃ সোহাগ শেখকে গতকাল বিকালে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। আসামীর অপরাপর সহযোগীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।