চাম্পাফুল আচার্য প্রফুল্লচন্দ্র বিদ্যাপীঠের নির্বাচনে অনিয়মের অভিযোগ

প্রকাশঃ ২০২৩-০২-০৯ - ১৪:০৬

কালিগঞ্জ : সাতক্ষীরা কালিগঞ্জের চাম্পাফুল আচার্য প্রফুল্লচন্দ্র বিদ্যাপীঠ বিতর্কের গন্ডি থেকে আজও বেরিয়ে আসতে পারেনি। যখনি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রস্তুতি গ্রহন হয় তখনি নানান অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠে। গতকাল বুধবার (৮ ফেব্রুয়ারী) ভোটার তালিকায় নিজের নাম না থাকায় অভিযোগ করেছেন অত্র বিদ্যাপীঠের সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্র মেহেদী হাসান সাগরের পিতা আজগর হোসেন গাইন। তার ক্লাসের রোল নম্বর ৭৬। এমনিভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির একটি অংশের যোগসাজশে গোপনে ভোটার তালিকা প্রস্তুত করে সাজানো ও পাতানো নির্বাচনের পায়তারা চালানোর অভিযোগ করেছেন। নির্বাচন পরিচালনায় প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন কালিগঞ্জ উপজেলা সিনিঃ কৃষি কর্মকর্তা অসিম উদ্দীন। তিনি এ প্রতিনিধিকে জানান ভোটার তালিকায় নাম না থাকায় একজন অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি খতিয়ে দেখবো। তবে বিতর্কের উর্ধে থেকে চাম্পাফুল আচার্য প্রফুল্লচন্দ্র বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট উপহার দেওয়ার চেষ্টা করবো।