মুনমুন জাহানঃ ছবিটা কাল থেকেই ফেসবুক এর বিভিন্ন পেজে এ দেখতে পাচ্ছি। এটাই মেয়েদের জীবনের বাস্তব একটা অংশ। অধিকাংশ মেয়েরাই পাবলিক ট্রানাসপোর্ট এ চলাচলের সময় এমন ঘটনার সম্মুখীন হয়। কতোটা নিচু মনের মানুষ হলে একটা লোক মেয়েদের সাথে এমন আচরণ করতে পারে….. এক্ষেত্রে মেয়ের বয়স যতোই হোক এসব লোকের হাত থেকে রেহাই পায় না। আমি মাত্র ৬ বছর বয়সে প্রথম এমন ঘটনার সম্মুখীন হই। আমার সাথে আমার আম্মা ছিল। তবুও লোকটা ৬ বছর বয়সী একটা মেয়ের বুকে হাত দিয়ে কি মজা পাচ্ছিল কে জানে। এমন লোকদের চিহ্নিত করে শিক্ষা দেওয়া উচিৎ যেন ভবিষ্যতে এমন জঘন্য কাজ করার আগে পরিণতি নিয়ে একটু ভাবে।