ঝিনাইদহ : ভুয়া পদবী ব্যবহার করার দায়ে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নারদ কুমার বিশ্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডিত নারদ কুমার বিশ্বাস সদর উপজেলার নৃসিংহপুর গ্রামের আনন্দ মোহন বিশ্বাসের ছেলে। মঙ্গলবার বিকালে সদর উপজেলার বিষয়খালী বাজারে অভিযান চালিয়ে এ দন্ডাদেশ প্রদাণ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির। আদালত সুত্রে জানা যায়, নারদ কুমার বিশ্বাস নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ রোগীদের সাথে প্রতারণা করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাকে হাতে নাতে আটক করা হয়। পরে আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।