ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকা থেকে ইজিবাইক ছিনতাই করে পালানোর সময় সেলিম হোসেন (২২) ও স্বাধীন হোসেন (২০) নামের দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়। আটককৃত সেলিম হোসেন আরাপপুর চানপাড়া এলাকার নিজাম উদ্দিনের ছেলে ও স্বাধীন একই এলাকার বাকী বিল্লাহ’র ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, দুপুরে শহরের আরাপপুর এলাকা থেকে ইজিবাইক ছিনতাই করে ছিনতাইকারীরা পালিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানার এস আই জাহাঙ্গীর আলম অভিযান চালিয়ে আরাপপুর বাগমারা ব্রীজ এলাকা থেকে তাদের আটক করে। এসময় উদ্ধার করা হয় একটি চাকু ও ১০ পিচ ইয়াবা। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।