ডুমুরিয়ায় চিংড়ীতে অপদ্রব্য পুশের অভিযোগে জরিমানা

প্রকাশঃ ২০১৭-১০-২২ - ১৮:২০

ডুমুরিয়া : ডুমুরিয়ায় চিংড়ীতে অপদ্রব্য পুশ করার অপরাধে এক ব্যবসায়ীর নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আশেক হাসান তার এজলাসে এ রায় ঘোষনা করেন।
আদালত সুত্রে জানা গেছে, রোববার দুপুরে উপজেলার আটলিয়া ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামের চিংড়ী ব্যবসায়ী সমিরণ গাইন তার নিজ বাড়িতে বসে বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশ করছিল। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে হাতে নাতে আটক করে। পরে পুলিশ তাকে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের এজলাসে সোপর্দ করে। আদালত শুনানী শেষে মৎস্য মান নিয়ন্ত্রণ আইন ও ১৯৯৭ সালের সংশোধিত আইনের ৪/৫ ধারায় অভিযুক্ত সমিরণের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং পুশকৃত প্রায় ১৫ কেজি চিংড়ী মাটি চাপা দেন আর খাওয়ার উপযোগী ৩০ কেজি চিংড়ী বিভিন্ন এতিমখানা সরবরাহ করা হয়। আদালত পরিচালনায় সহযোগিতা করেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন ও সহকারী সৎস্য কর্মকর্তা চিত্তরঞ্জন পাল।