ডুমুরিয়া : ডুমুরিয়া উপজেলার রংপুর কালীতলায় গঙ্গা পুজা ও রাশ উৎসবকে ঘিরে জম-জমাট জুয়ার আসর বসেছে। সন্ধ্যা হলেই বসছে জুয়া-ফড়ের বোড। আর এতে অংশ নিচ্ছে স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীরা। জানা গেছে, ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের রংপুর কালীতলা শক্তি সংঘ’র উদ্যোগে অনুষ্ঠিত হয় গঙ্গা পুজা ও রাশ উৎসব। আর এই উৎসবকে ঘিরে গত শনিবার সন্ধ্যা থেকে স্থানীয় রংপুর কালীতলা কলেজ মাঠে চলছে আনন্দ মেলা। ১৩ দিন ব্যাপি চলবে এই মেলা। দর্শনার্থীদের জন্য প্রতিদিনই থাকছে ধর্মীয় যাত্রাপালা বা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই প্রতিদিন সন্ধ্যা হলেই লোকের ভীড় জমতে শুরু করে। মেলা অনুষ্ঠানে বসেছে সব ধরনের দোকান-পাট। বসেছে জুয়া-ফড়ের বোডও। জেলার বাঘা বাঘা জুয়াড়ীরা এ জুয়া পরিচালনা করছে বলে জানা গেছে। মেলা মাঠের এক কোণে স্থান গেড়েছে তারা। সন্ধ্যার সাথে সাথেই বসছে এ আসর। আর এতে অংশ নিচ্ছে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই জানান, মেলা উপলক্ষে গান বাজনা হচ্ছে এটা ঠিক আছে। দোকানপাট বসেছে ছেলে-মেয়েরা কেনাকাটা করছে এটাও ঠিক আছে। কিন্তু জুয়ার আসর বসানো মোটেই ঠিক হয়নি। স্কুল-কলেজের ছাত্র ও যুবকরা দেখছি জুয়া-ফড়ে আসক্ত হয়ে গেছে। সন্ধ্যা হলেই বাড়ি থেকে জোর করে টাকা নিয়ে আসছে আর যোগ দিচ্ছে জুয়ার বোডে। নিশেধ করেও সামলানো যাচ্ছে না।