ডুমুরিয়া (খুলনা) : ডুমুরিয়া উপজেলার চুকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীতে পড়ুয়া এক ছাত্রীকে যৌন হয়রানী করার অপরাধে ওমর ফারুক নামে বখাটে যুবককে ১ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুর আড়াইটার সময় ওই বিদ্যালয়ের পাশে ভ্রাম্যমান অভিযান পারিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আশেক হাসান। আদালত সুত্রে জানা যায়, চুকনগর গ্রামের হায়দার আলীর ছেলে ওমর ফারুক (২০) ঘটনার সময় ওই বিদ্যালয়ের পাশে মেয়েটিকে যৌন হয়রানী করে। আসামী দোষ স্বীকার করায় তাকে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৭(২) ধারার বিধানমতে দন্ডবিধি, ১৮৬০-এর ৫০৯ ধারায় দোষী সাবস্ত করে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।