ডুমুরিয়া : ডুমুরিয়ায় মাদক সেবনের অপরাধে ৩ গাজাসেবীকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশেক হাসান এ রায় ঘোষণা করেন। আদালত সুত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার আমভিটা এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশে তিন মাদকসেবী গাজা সেবন করছিল। এ সময় ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে টোলনা গ্রামের ভক্ত মন্ডলের ছেলে অনুপম মন্ডল (২২), ভৈরব মল্লিকের ছেলে চিরঞ্জিব মল্লিক (২৬) ও অরুন মল্লিকের ছেলে প্রিতম মন্ডলকে (২১) আটক করে। মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আশেক হাসানের এজলাসে সোপর্দ করলে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯৯০ ধারায় প্রত্যেক’কে দুই হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।