ডুমুরিয়া : ডুমুরিয়ায় মাদক সেবনের অপরাধে ৩ মাদকসেবীকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশেক হাসান এ রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, ডুমুরিয়া থানা পুলিশ গত বুধবার রাতে অভিযান চালিয়ে বাজারের ক্রিয়েশন কিন্ডার গার্ডেনের পাশে গাঁজা সেবন অবস্থায় ভান্ডারপাড়া গ্রামের তামিম ফকির (২০), আবু তাহের শেখ (২৩) ও স্বাধীন শেখ (২০) নামের তিন গাঁজা সেবীকে আটক করে। গতকাল বুধবার সকালে ওই তিন মাদকসেবীকে উপজেলা নির্বাহী অফিসে হাজির করলে নির্বাহী অফিসার প্রত্যেককে ১ হাজার করে জরিমানা আদায় করেন।