তালার শপিং ভ্যালির কারখানা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশঃ ২০২৩-০৪-০৭ - ১৬:১৩

তালা প্রতিনিধি : তালায় শপিং ভ্যালী ফুড প্রোডাক্ট কোম্পানীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের ঘটনায় মানবন্ধন করেছেন কোম্পানীর কয়েক শতাধিক সেমাই শ্রমিক। বুধবার তালার আটারই গ্রামে শপিং ভ্যালী ফুড প্রোডাক্ট কোম্পানীর সেমাই কারখানার সামনে এই প্রতিবাদ সভা ও মানবন্ধন করেন শ্রমিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, এই কারখানায় শতাধিক শ্রমিকদের মধ্য অনেকে বিধবা ও অসহায় পরিবারের সদস্যরা কাজ করে সংসার পরিচালনা করেন। কেউবা অসুস্থ স্বামীর জন্য ঔষধ কেনেন। আবার কেউ তার সন্তানের পড়াশোনার খরচ যোগান। এর আগে, মাত্র ১৫ শতাংশ জমিতে নির্মিত শপিং ভ্যালী ফুড প্রোডাক্টস নামক কারখানা চলতি বছরে ২৬ ফেব্রুয়ারি সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উদ্বোধন করা হয়।