তালায় অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই

প্রকাশঃ ২০২৩-০৪-২৪ - ১২:১৭

তালা প্রতিনিধি : তালা উপজেলার পল্লীতে আগুনে পুড়ে রাধাকৃষ্ণ বস্ত্রালয় নামের একটি কাপড়ের দোকানের ৫০ লাখ টাকার বেশি মালামাল ভস্মীভূত হয়েছে। রবিবার(২৩ এপ্রিল) ভোর ৩টায় উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম ভস্মীভূত দোকানটি পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্ত দোকানটির মালিক দেবাশীষ দেবনাথ জানান, অগ্নিকান্ডে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে। রবিবার ভোর তিনটার দিকে কে বা কারা দোকানে ঢুকে নগদ ২৫ হাজার টাকা নিয়ে যাবার সময় আগুন ধরিয়ে দেয়।
গভীর রাত হওয়ায় আগুনের ঘটনা কেউ জানতে পারেনি। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ব্যাপারে তিনি তালা থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।