তালায় অবহেলায় নষ্ট হচ্ছে শতবর্ষী বটগাছ!

প্রকাশঃ ২০২৩-০৩-৩০ - ১৩:০৩

তালা প্রতিনিধি ; তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নে কুটিঘাটা বাজারের পাশে শতবর্ষী বটগাছটি এক বছর পড়ে আছে। সংশ্লিষ্টদের অবহেলার কারণে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের বটগাছটি পচে গলে নষ্ট হয়ে যাচ্ছে।

স্থানীয় গ্রামবাসি গাজী হামিজউদ্দীন জানান, এক বছর পূর্বে ঝড়ে বটগাছটি পুকুরের মধ্যে পড়ে যায়। যার মুল্য ছিল ৫০-৬০ হাজার টাকা। সেই সময় স্থানীয় গ্রামবাসী এনায়েতপুর জামে মসজিদের পক্ষে মসজিদ উন্নয়নকল্পে একটি আবেদনপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পেশ করেন। সে সময় গাছটি মসজিদের অনুকূলে বরাদ্দ না দিয়ে গাছটি নষ্ট হয়ে গেছে।

নগরঘাটা ইউনিয়ন সহকারী তহশিলদার ফজলুর রহমান জানান, ‘গাছটি পড়ে আছে আমরা জানি কিন্তু আমাদের কিছু করার নেই।

উপজেলা বন কর্মকর্তা মো: ইউনুস আলী জানান, ‘আমাদের পক্ষ থেকে সরেজমিনে পরিদর্শন করে একটি প্রতিবেদন উপজেলা নির্বাহি কর্মকর্তার কাছে পেশ করেছি। এর বাইরে আমাদের কিছু করার নেই।’

ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, এলাকার মসজিদ কমিটির লোকজন বিষয়টি আমাকে জানিয়েছেন। এটির ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধান্ত নিবেন।

তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো: রুহুল কুদ্দুস জানান, বিষয়টি শুনেছি। গাছটি এলাকার মসজিদ-মন্দিরের অনুকূলে প্রদান করা হবে।