তালায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২৩-০৪-২৬ - ১৪:৩৯

তালা প্রতিনিধি : বুধবার (২৬ এপ্রিল) সকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে বে-সরকারী সংস্থা মুক্তি ফাউন্ডেশনের বিএমজেড-পিটি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে ও জার্মান কোঅপারেশনের অর্থায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ আরাফাত হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ। মুক্তি ফাউন্ডেশন কর্মকর্তা উত্তম কুমার ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সনজয় বিশ^াস, ভারপ্রাপ্ত কৃষি অফিসার আফরোজা আক্তার রুমা, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিষখালী ইউপি চেয়ারম্যান সাবীর হোসেন, খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, ভূমিজ ফউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জগদীশ চন্দ্র হালদার, তালা থানার এসআই রাজীব সরদার, সমাজসেবা অফিসের সুপারভাইজার এনামুল ইসলাম, সাংবাদিক মোঃ আব্দুল জব্বার, গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান, তাপস সরকার প্রমুখ। এ সময় প্রকল্পের মূল বিষয়গুলো উপস্থাপন করেন মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী জোশেফ মন্ডল।