তালায় ভ্রাম্যমান আদালতে ১ জনের কারাদন্ড ও ৩ জনকে জরিমানা  

প্রকাশঃ ২০১৭-১২-১৪ - ১৮:২৮

সেলিম হায়দার, সাতক্ষীরা :  তালায় বৃহস্পতিবার সকালে অবৈধ মাদক সংরক্ষণ,বুদ্ধিজীবি দিবসের র‌্যালীতে বিশৃঙ্খলা সহ বিভিন্ন অভিযোগে ৪ জনের ১জনকে কারাদন্ড ও ৩ জনকে জরিমাণা করেছে ভ্রাম্যমান আদালত । তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফরিদ হোসেনের ভ্রাম্যমান আদালত উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামের মৃত হরিপদ মন্ডলের ছেলে রবিন্দ্র মন্ডল (৪০)কে বাড়িতে ৫ লিটার অবৈধ মাদক রাখার অপরাধে ২ বছরের কারা দন্ড দেয়।

এর আগে থানার এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঐবাড়িতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ রবিন্দ্রকে আটক করে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আদালতে নিলে আদালত তাকে ঐ কারাদন্ড দেয়। এছাড়া বুদ্ধিজীবি দিবসের র‌্যালীতে বিশৃঙ্খলার অভিযোগে প্রনব ঘোষ(৫০),মিল্টন মন্ডল(৩০) ও এক এনজিও কর্মীকে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে।