তালা হাসপাতালে উত্তরণের চিকিৎসা সামগ্রী প্রদান

প্রকাশঃ ২০২০-০৪-২১ - ২০:৪৭

তালা প্রতিনিধি : মরণব্যাধি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ব্যাপক আকারে বিস্তৃতি রোধে সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি অক্সিজেন সিলিন্ডার, ২ টি ফ্লো মিটার, ২ টি নেবুলাইজার ও ২০০ পিস সার্জিক্যাল মাস্ক প্রদান করেছে বে-সরকারি সংস্থা উত্তরণ। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উত্তরণ “স্টার্ট ফান্ড এবং ইউকেএইড বাংলাদেশ”এর সহযোগিতায়“ ঊসবৎমবহপু জবংঢ়ড়হংব ভড়ৎ ঈঙঠওউ ১৯ রহ ঝধঃশযরৎধ ধহফ ঔধংযড়ৎব উরংঃৎরপঃ.” প্রকল্পের মাধ্যমে মরণব্যাধি করোনা ভাইরাস মোকাবেলায় জরুরী পরিস্কার পরিচ্ছন্নতা উপকরণ, চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদাসের অংশ হিসেবে উক্ত সামগ্রী প্রদান করা হয়। তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদারের হাতে উক্ত চিকিৎসা সামগ্রী তুলে দেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। এ সময় তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিন শাম্স সাক্ষর, উত্তরণ কর্মকর্তা মোঃ রেজওয়ান উল্লাহ, হেদায়েত উল্লাহ মুকুলসহ উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উত্তরণের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।