প্রেস বিজ্ঞপ্তিঃ খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না। আমাদের এমপি হওয়ার সৌভাগ্য হতো না। দেশের মানুষের কাছে বঙ্গবন্ধু যেমন চিরস্মরণীয় হয়ে আছেন, সদ্য প্রয়াত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে স্মরণে রাখবে। বঙ্গবন্ধুর মৃত্যুর পর বাংলাদেশের এ অকৃতিম বন্ধু শেখ হাসিনা ও শেখ রেহানাকে পিতৃ¯েœহ দিয়ে আগলে রেখে ছিলেন। তিনি বলেন, সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর এ স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে শেখ হাসিনার সরকার। এমপি বাবু বলেন, বিএনপি-জামায়াত একাধিকবার ক্ষমতায় আসলেও তারা দেশের উন্নয়ন না করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন। দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে শেখ হাসিনার কোন বিকল্প নাই উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ একমাত্র দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয়েছে। মহামারী করোনা গোটা বিশ্ব যেখানে স্থবির হয়ে পড়েছে এর মধ্যেও আমাদের প্রবৃদ্ধি অনেক ভালো অবস্থানে রয়েছে। এলাকার উন্নয়ন প্রসঙ্গে এমপি বাবু বলেন, পাইকগাছা পৌরসভা আওয়ামী লীগের অবদান। পৌরসভাকে মডেল করলে প্রায় ১শ কোটি টাকার দীর্ঘ মেয়াদী প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়া আধুনিক পাইকগাছা-কয়রা গড়তে নেওয়া হয়েছে মহাপরিকল্পনা। যার অংশ হিসেবে প্রধান সড়ক প্রশস্ত ও সরলীকরণ কল্পে সাড়ে ৩শ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। বেড়িবাঁধ অত্র এলাকার দুঃখ উল্লেখ করে তিনি বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণে হাজার হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ সব প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার মানুষের আর কোন দুঃখ কষ্ট থাকবে না। এলাকার কিছু মানুষ অপরাজনীতি করছে উল্লেখ করে তিনি বলেন, এরা মানুষের কল্যাণ চায় না। এলাকার উন্নয়নকে টেনে ধরে রাখতে চায়। এদের থেকে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি এলাকার সামগ্রীক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন আওয়ামী লীগের এ এমপি। তিনি মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে পাইকগাছা পৌরসভা মাঠে ৭ কোটি টাকা ব্যয় সম্বলিত পৌর ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, প্রায় ১শ কোটি টাকার উপকূলীয় শহর পরিবেশগত অবকাঠামো প্রকল্পের উদ্বোধন ও পৌরসভার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, ওসি এজাজ শফী, পৌরসভা বাস্তবায়ন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, সদস্য সচিব মোস্তফা কামাল জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, গাজী জুনায়েদুর রহমান, কেএম আরিফুজ্জামান তুহিন, আওয়ামী লীগ নেতা সমীরণ সাধু, আনন্দ মোহন বিশ্বাস, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, ঠিকাদার জিয়াউল হাসান টিটু, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান ও প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, যুবলীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, এমএম আজিজুল হাকিম, জেলা ছাত্রলীগ নেতা পার্থপ্রতীম চক্রবর্তী, মাসুদুর রহমান মানিক ও ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি প্রমুখ। অনুষ্ঠান শেষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢালি খেলা ও জারি গান অনুষ্ঠিত হয়।