নকল করার দায়ে ৪ শিক্ষার্থী ও ৬ শিক্ষক বহিষ্কার

প্রকাশঃ ২০১৮-০২-১০ - ১৮:৩৭

সেলিম হায়দার, তালা : সাতক্ষীরার তালা এসএসসি ও সমমানের পরীক্ষায় নকল করার দায়ে ৪ জন পরীক্ষার্থী ও নকলে সহায়তা করার দায়ে ৬ জন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১০ফেব্রুয়ারী) গণিত পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফরিদ হোসেন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় ৪ জন পরীক্ষার্থী ও ৬ জন শিক্ষককে নকল করা ও নকলে সহায়তা করায় তাদের বহিষ্কার করেন।
বহিষ্কৃতদের মধ্যে তালা শহীদ আলী আহমেদ সরকারী বালিকা বিদ্যালয়ের একজন পরীক্ষার্থী, বালিয়াদহ কেএমএসসি কেন্দ্র একজন পরীক্ষার্থী এবং পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দুই পরীক্ষার্থী ও ছয়জন শিক্ষক রয়েছে। তালা উপজেলা নির্বাহী মোঃ ফরিদ হোসেন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।