নাভারণের দুই জুয়াড়িকে সাতদিনের কারাদন্ড

প্রকাশঃ ২০১৭-১০-২৬ - ২৩:২৮

রবিউল ইসলাম মিটু, যশোর : যশোরের শার্শা উপজেলার নাভারণ মোড়ে জুয়াড়ি বোর্ডে হানা দিয়ে ভ্রাম্যমান আদালত দুই জুয়াড়ীকে সাতদিনের কারাদন্ড দিয়েছেন। দ-প্রাপ্তরা হলেন, শার্শা উপজেলার যাদবপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মুদি দোকানদার মোখলেছুর রহমান এবং একই উপজেলার উত্তর বুরুজবাগান এলাকার হাজী মো. শাহাদতের ছেলে ঠিকাদার জাকির হোসেন।

যশোর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফুর রহমান জানান, ভ্রাম্যমান আদালত জানতে পারে যে, নাভারণ এ্যাথলেটিক্স কাবের মধ্যে প্রতিদিন সন্ধ্যার পর জমজমাট জুয়ার আসর বসছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে  ভ্রাম্যমান আদালত ওই কাবের মধ্যে হাজির হয়ে দুই ব্যক্তি জুয়া খেলার কথা স্বীকার করলে তাদেরকে ১৮৬৭/৪ ধারার বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনে  সাতদিনের সশ্রম কারাদন্ড দেয়া হয়। এছাড়ায় জুয়ার বোর্ড থেকে বিভিন্ন ধরণের নোট সব মিলে ৪হাজার ১শ টাকা উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশ ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।