প্রেস বিজ্ঞপ্তিঃ নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের পক্ষে থেকে করোনা ভাইরাস সংকট মোকাবেলায় ঈদ উপলক্ষে খুলনা ট্রাক শ্রমিক ইউনিয়ন বয়রা বৈকালী জংশন শাখার পঙ্গু শ্রমিক ও সাধারন শ্রমিকদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার ও নগদ ২শ করে টাকা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও মহানগর আওয়ামী লীগ নেতা শ্যামল সিং রায়, এনসিআরবি’র খুলনা জেলা সাধারন সম্পাদক এমএ কাশেম, নিরাপদ সড়ক চাই(নিসচা)’র খুলনা মহানগর আহবায়ক এসএম ইকবাল হোসেন বিপ্লব, খুলনা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী এ্যাড. মোমিনুল ইসলাম, বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মো: নাসিরউদ্দিন, সহকারী অধ্যাপক আব্দুল মান্নান বাবলু, নারী নেত্রী শিরিনা আক্তার, ট্রাক শ্রমিক ইউনিয়ন-৬২২ সভাপতি মো: চঞ্চল হাওলাদার, সাধারন সম্পাদক মো: হালিম শেখ, যুগ্ম সা: সম্পাদক ফরহাদ হোসেন শাহিন প্রমুখ।