পাইকগাছা (খুলনা) : পাইকগাছায় নকল সীল ও ভুয়া কাগজপত্র সহ কাজী ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার সকালে উপজেলা সেটেলমেন্ট অফিসের সামনে থেকে বিভিন্ন কর্মকর্তার নামে তৈরী করা সীল ও ভুয়া কাগজপত্র সহ ইকবাল হোসেনকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল আউয়াল ঘটনার দিন সোমবার সকাল ১০টার দিকে অফিসিয়াল কাজে উপজেলা সেটেলমেন্ট অফিসে যান। এসময় অফিসের সামনে দেখেন গদাইপুর গ্রামের মৃত কাজী আব্দুল ওয়ালিদের ছেলে কাজী ইকবাল হোসেন (৬০) নামে এক ব্যক্তি চেয়ার নিয়ে বসে আছেন এবং এলাকার বিভিন্ন লোক তার কাছে ভীড় করছে। পরে খোঁজ নিয়ে জানতে পারেন ইকবাল একজন বহিরাগত ব্যক্তি। এসময় ইকবালের কাছে খুলনা জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার কার্যালয়, সহকারী সেটেলমেন্ট অফিসারের কার্যালয়, প্রাক্তন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হক, রাজস্ব কর্মকর্তা ও সহকারী সেটেলমেন্ট অফিসার কাজী আছাদুজ্জামানের স্বাক্ষরিত সীল সহ বিভিন্ন ভুয়া কাগজপত্র পান। তাৎক্ষনিক ভাবে বিষয়টি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ইকবালকে আটক ও তার কাছে থাকা নকল সীল ও ভুয়া কাগজপত্র জব্দ করেন। আটক ইকবাল হোসেন দীর্ঘদিন সেটেলমেন্ট অফিস, তহসিল অফিস সহ ভূমি সংক্রান্ত বিভিন্ন অফিসের কাগজপত্র জাল জালিয়াতি করে অবৈধভাবে অর্থ উপার্জন করে আসছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় উপজেলা সেটেলমেন্ট অফিসের পেশকার (ভারপ্রাপ্ত) এসএম নূর মোহাম্মদ বাদী হয়ে ইকবাল হোসেনের বিরুদ্ধে জাল জালিয়াতির অভিযোগ এনে থানায় মামলা করেছে। যার নং- ৪৪, তাং- ৩০/১০/১৭ ইং।