পাইকগাছা (খুলনা) : পাইকগাছা থানা পুলিশ জয়ন্ত মল্লিক (৩২) নামে এক সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে। আটক জয়ন্ত উপজেলার লতা ইউনিয়নের মুনকিয়া গ্রামের পঙ্কোজ মল্লিকের ছেলে। ওসি (তদন্ত) এসএম শাহাদাৎ হোসেন জানান, আটক জয়ন্ত আদালতের সিআর ১৫৭/০৮ নং মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামী। সোমবার ভোরে থানা পুলিশের এএসআই মহিবুল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়ন্তকে আটক করে।