পাটকেলঘাটা(সাতক্ষীরা) : পাটকেলঘাটায় অভিনব কায়দায় পেট্রোল পাম্পের পাশের ইসলামের বাড়ীর ভাড়াটে ঘরের থাই খুলে চুরির ঘটনা ঘটিয়েছে চোর সিন্ডিকেটের সদস্যরা।
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পাটকেলঘাটা পেট্রোল পাম্পের পাশের নগরঘাটা গ্রামের ইসলামের বাড়ীর ভাড়াটিয়া টাওয়ার রোডের বীজতলার ইনচার্জ সাগর হোসেনের দোতলায় প্রবেশ করে অভিনব কায়দায় থাই খুলে ঘরে থাকা নগদ ৭ হাজার টাকা ও একটি স্যামসাং জে সেভেট মোবাইল ফোন চুরির পরে পাশে থাকা ল্যাপটপ চুরির সময় বাড়ীর লোকজন সজাগ হলে সিন্ডিকেট চক্রটি পালিয়ে যায়। বাড়ীর ভাড়াটিয়া সাগর জানান, ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩৫ হাজার টাকা।