ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মাশরুবা ফেরদৌসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সোমবার দুপুরে মোঃ আশরাফ সরদার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন। সে ফুলতলা উপজেলার ইষ্টার্নগেট গাবতলা এলাকার হোসেন আলী সরদারের পুত্র। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিপ্তর-খ সার্কেলের পরিদর্শক মোঃ সাইফুর রহমান রানা হামিদের নেতৃত্বে আশরাফের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে ৪শ’গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে ভ্রাম্যমান আদালতে তাকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।