ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলা দূর্বৃত্তদের হাতে নিহত এম এম কলেজের ছাত্র সৈয়দ আলিফ রোহানের জন্মদিনে স্মৃতিস্তম্ভ উন্মোচন করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কলেজ ক্যাম্পাসে নির্মিত এই স্মৃতিস্তম্ভের উন্মোচন করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও ইউএনও সাদিয়া আফরিন। কলেজ অধ্যক্ষ শেখ মিজানুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক নিজাম উদ্দিন, ড. জাকির হোসেন, ফুটলাল দত্ত, গাজী মামুনার রশিদ, রেজাউল করিম, সেলিম হোসেন, রোহানের পিতা সৈয়দ আবু তাহের, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস প্রমুখ। এ সময় রোহান হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থী ও তার পরিবারের পক্ষ থেকে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন পালন করে। পরে বৃক্ষরোপন ও রোহানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
উল্লেখ্যঃ গত ৩১ মার্চ দিনে দুপুরে ফুলতলা এম এম কলেজ ক্যাম্পাসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সৈয়দ আলিফ রোহান খুন হয়।