এ এইচ অনিক বিশেষ প্রতিনিধিঃ বরিশাল জেলার আগল ঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আশকোর,বাগধা খেজুরিয়া বাগধা, বিল সহ কয়েকটি বিলে অভিযান চালিয়েছে আগল ঝাড়া উপজেলা মৎস্য অধিদপ্তর। এসময় বিল গুলো থেকে প্রায় দু লক্ষাধিক টাকার চায়নিজ জাল ও কারেন্ট জাল জব্দ করা হলেও কোনো জেলেকে আটক বা জেল জরিমানা করা হয়নি। সকাল ৬টা থেকে টানা অভিযান চালিয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম।অভিযান কালে আমাদের প্রতিনিধিকে বলেন, সারাদেশের ন্যায় গত কয়েকদিন ধরে আমাদের আগল ঝাড়া উপজেলার বিভিন্ন বিলে অভিযান চালিয়ে কয়েক লক্ষ্য টাকায় অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল জব্দ করে উপজেলা প্রশাসনের সহায়তায় পোড়ানো হলেও অসাধু কিছু জেলেদের বা মৎস্য শিকারীদের থামানো যাচ্ছেনা, তাই আমাদের এ অভিযান অবহৃত আছে। আজও দুটি বিলে অভিযান চালিয়ে প্রায় দু লক্ষ্য টাকার জাল জব্দ করেঝি এগুলো আজই পুড়িয়ে ধ্বংস করাহবে।স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ আগে আমরা অনেক মাছের দেখা পেলেও অসাধু কিছু মৎস্য শিকারীদের কারনে অনেক মাছ প্রায় বিলুপ্তির পথে, তাই এধরণের অভিযানে জন্য সাধুবাদ জানাই।