রবিউল ইসলাম মিটু, যশোর : রান্না ঘরের পিছন থেকে জ্বালানি কাঠ বের করার সময় বোমা বিস্ফোরণে প্রতিবন্ধি দোকানদার আহত হয়েছেন। আহত সবদুল মোল্যা (৪৫) বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের বেতালগ্রামের আবুল মোল্যার ছেলে। দুই পায়ের পাতা কাটা হওয়ায় সবদুল বাড়ির পাশে চা দোকান দিয়ে সংসার চালায়। কিভাবে ওই বোমা এলে সে ব্যাপারে কেউ কিছুই বলতে পারেনি।
সবদুলের মা আমেনা বেগম জানান,মঙ্গলবার সকাল ১১টার দিকে সবদুল রান্না ঘরের পিছন থেকে কাঠ টান দিলে বোমার বিস্ফোরণ ঘটে। বোমার স্প্রিন্টারের আঘাতে সবদুরে হাত ও শরীরের বিভিন্ন জায়গায় ঝলসে যায়। পরিবারের লোকজন স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।
হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা বলেন, বোমায় আহত সবদুলের বামহাতে অনেকটা ছিড়েছিটে গেছে। শরিরের বিভিন্ন যায়গা কমবেশি লাগলেও তার অবস্থা আশংকামুক্ত।
বাঘারপাড়া থানার ওসি মঞ্জুরুল ইসলাম বলেন, জহুরপুরের বেতাল পাড়ায় এক চা দোকানি আহত হয়েছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।