বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে জীবন যাত্রার ব্যয় বাড়বে

প্রকাশঃ ২০২৩-০১-১৭ - ১১:২২

বিজ্ঞপ্তি : গণতন্ত্র মঞ্চ’র স্থানীয় নেতৃবৃন্দ বলেছেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি কার্যকর হলে সকল ক্ষেত্রে উৎপাদন ব্যায় বাড়বে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, ঘরভাড়া ও প্রাইভেট যানবাহনের ভাড়া বাড়বে। জীবনযাত্রার ব্যায় বাড়লে মানুষের নাভি:শ্বাস উঠবে। সোমবার দুপুরে স্থানীয় হাদিস পার্কে এক সভায় নেতৃবৃন্দ এ দাবি তোলেন।

নেতৃবৃন্দ বলেন, খোঁড়া যুক্তি দেখিয়ে সরকার বিদ্যুতের মূল্য বাড়াচ্ছে। যার দুর্ভোগ জনগণকে পোহাতে হবে। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক কেএম আলী দাদ। সভায় সর্বসম্মতিক্রমে জেএসডি’র নগর সভাপতি মো: লোকমান হাকিমকে আহবায়ক ও গণসংগতি আন্দোলনের জেলা সমন্বয়ক মুনির চৌধুরী সোহেলকে সদস্য সচিব করে জেলা ও নগর গণতন্ত্র মঞ্চ’র কমিটি গঠন করা হয়। এ কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল খালেক, স.ম. রেজাউল করিম, রাশিদুল আহসান বাবলু, এড. ড. মো: জাকির হোসেন, মোতাহার রহমান বাবু, কেএম আলী দাদ, শরিফুল আলম, ওলিয়ার রহমান ও শেখ মো: আব্দুল হালিম।