বেনাপোল, যশোর : ভারতে বিভিন্ন মেয়াদে সাজা খেটে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরল ১ নারীসহ ১৩ বাংলাদেশী। সোমবার বিকাল সাড়ে ৫ টার সময় ভারতের ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
ফেরত আসা বাংলাদেশীরা হলোঃ- মাদারীপুর জেলার কালকিনি থানার সাইফুদ্দিনের ছেলে আলামিন (২৯), আলী হোসেনের ছেলে রাকিব (২৮), মিন্টু খানের ছেলে মনির খান (২৮) আবুল খায়েরের ছেলে ইকরাম হোসেন (২৩) ইয়াকুব আলীর ছেলে ইব্রাহীম হোসেন (২২) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার নিহার গাজীর ছেলে আব্দুল হাই (৩০) হামিদ সরদারের ছেলে হান্নান সরদার (৩২) নারানগঞ্জের বন্দর থানার আলী হোসেনের ছেলে আকিব (৩০) ফরিদপুর জেলার সদরপুর থানার মনা ইসলামের ছেলে হাফিজুর (৩২) যশোরের বেনাপোল পোর্ট থানার শাহাদত এর মেয়ে আনজু খাতুন (৩৫) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আব্দুর রউফের ছেলে হাবিবুর রহমান (৩১) ময়মনসিহংহ জেলার খালেক মোল্যার ছেলে মামুন মোল্যা (২৭) চট্রগ্রাম জেলার মিন্টু বড়–য়ার ছেলে সুমিত বড়–য়া (২৪)।
দেশে ফেরত আসা মাদারিপুর জেলার আলামিন বলেন, তারা ৩ বছর আগে ভারতে যেয়ে ব্যাঙ্গালোর প্রদেশে গরুর মাংসের ফ্যাক্টরিতে কাজ করত। সে দেশের পুলিশ আটক করে জেল হাজাতে পাঠায়।
বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি ওমর শরীফ বলেন, অভাব অনাটনের জন্য এরা ৩ বছর পূর্বে ভারতে কাজের জন্য পাড়ি জমায়। সেখানে কাজ করতে করতে তারা পুলিশের কাছে ধরা পড়ে। বিভিন্ন মেয়াদে সাজা খাটার পরে উভয় দেশের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি চালাচালির এক পর্যায়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরে। তিনি আরো জানান, ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষ করে এদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার এ এসআই ইমরান হোসেন বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষ করে নিজ নিজ জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।