মাদক আর অসামাজিক কার্যকলাপের স্বর্গরাজ্য চালনা

প্রকাশঃ ২০১৭-১২-২৬ - ১৬:২৪

দাকোপ, খুলনা : দাকোপ সদর চালনাপৌরসভাধীন বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ভাসমান পতিতা ও মাদক ব্যবসায়ীদের দৌরাত্ব বেড়েই চলেছে।এলাকাবাসীর অভিযোগ চিহ্নিত কতিপয় মহিলা ২/৪ জনের দলে দলে দিনরাত আচাভূয়া থেকে শুরু করে কতিথপার্ক, লেকেরপাড়, দর্জিরঘর, হাসপাতাল, হাসপাতালের কোয়াটার, বালিরমাঠ, শহিদমিনার চত্বর, পরিত্যাক্তকোয়াটার, পুকুরপাড় সহ চিহ্নিত বেশ কয়েকটি বাড়িতে আড্ডা বসায় এবং নেশা করার ট্যাবলেট ইয়াবা সহ নানা শ্রেণীর মাদক বিকরি করে এবং দেহ ব্যবসায় লিপ্ত হয়।দিনের বেলায় এদের পদচারণা বেশী। বিষয়টি সকলে জানলেও মহিলাদের কারবার বলে সহজে কেউ কিছু বলতে সাহস পায় না । তবে এলাকায় এমন আলোচনা প্রায়ই শুনা যায় যে যারা মাদক ব্যবসায়ী তারাই দেহব্যবসায়ী।বহিরাগতরাই এদের প্রধান খরিদ্দার বলে জানা গেছে।সবচেয়ে অবাক বিষয় এলাকার কিছু শিক্ষিত পরিবারের গৃহবধুরাও এ ব্যবসা ও পেশায় লিপ্ত হয়ে পড়েছে যা চায়ের দোকানে সহ বিভিন্ন আড্ডায় আলোচনা সমালোচনার হয়।এরা কখনও বোরকা পরে কখনও প্যান্ট পরে ছুটাছুটি করে । এলাকার ৬৫ বছর বয়সের মাছ ব্যবসায়ী সুকুমর মন্ডল, মুদি দোকানদার ফারুক আহমেদের (৫৫) সাথে এ বিষয় আলাপ কালে জানান এমনকথা আমরা প্রায়ই শুনি, মহিলারা নাকি এসব ব্যবসা করছে,তবে এদের কেউ কিছু বলতে সাহস পায় না। আর দাকোপ থানার ওসির কাছে জানতে চাইলে তিনি বলেন এমন বিষয় আমাদের জানা নাই, আর কেউ এ বিষয় থানায় অভিযোগও করেনি,অভিযোগ করলে খতিয়ে দেখে ব্যবস্হা নেবো ।