গোপালগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জ থেকে অপহৃত সাড়ে ৩ বছ শিশু আনাছদীন ওরফে মাহিমকে উদ্ধার করেছে গোপালগঞ্জ পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ সদর উপজেলার মহাকালী গ্রামের মহিউদ্দিন হাওলাদারের বাড়িতে মুকসুদপুর উপজেলার ননীক্ষির ইউনিয়নের বনগ্রামের জগদীশ বিশ্বাসের ছেলে জয়ন্ত বিশ্বাস দীর্ঘ দিন ওই গ্রামে থেকে কাঠ মিস্ত্রির কাজ করতো। এই সুযোগে ওই গ্রামের মহিউদ্দিন হাওলাদারের সাড়ে ৩ বছরের ছেলে আনাছদীন ওরফে মাহিমকে খেলনার লোভ দেখিয়ে শুক্রবার দুপুরে অপহরন করে মুকসুপুরের কলিগ্রামে কাঠ মিস্ত্রি জয়ন্ত তার আত্মীয় মনমথ বৈরাগীর বাড়িতে রেখে পালিয়ে যায়।
এ খবর পেয়ে জলিলরপাড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আব্দুস সালামের নের্তৃত্বে একদল পুলিশ মনমত বৈরাগীর বাড়ীতে অভিযান চালিয়ে অপহৃত শিশু আনাছদীন ওরফে মাহিমকে উদ্ধার করে। ২ ডিসেম্বর রাতে মাহিমকে তার পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।