মোংলায় ম্যাগনেট ও তক্ষক উদ্ধার

প্রকাশঃ ২০১৭-১০-২৭ - ১৬:১৯

আবু হোসাইন সুমন, মোংলা : মোংলার পশুর নদীর লাইডোব খেয়া ঘাট এলাকা থেকে একটি ম্যাগনেট (প্রাচীন সীমান প্রাচীর) ও একটি তক্ষক সাপ উদ্ধার করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা) অপারেশন অফিসার লে: আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ম্যাগনেট ও তক্ষক পাচারের উদ্দেশ্যে সংঘবদ্ধ একটি চক্র লাউডোব খেয়া ঘাট সংলগ্ন এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে (শুক্রবার ভোর রাতে) ওই এলাকায় অভিযান চালায় মোংলা কোস্ট গার্ড সদস্যরা। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ম্যাগনেট ও তক্ষক সাপটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে একটি ম্যাগনেট (ইস্ট ইন্ডিয়া কোম্পানী-১৮১৮) ও একটি তক্ষকটি উদ্ধার করা হয়। শুক্রবার সকালে উদ্ধারকৃত সীমানা প্রাচীরটি (ম্যাগনেট) মোংলায় থানা পুলিশের কাছে হস্তান্তর এবং তক্ষকটি সুন্দরবনের করমজলে অবমুক্ত করা হয়েছে।