মোল্লাহাট (বাগেরহাট): মোল্লাহাটের বেতবাড়ীয়া গ্রাম থেকে ৩’টি চোরাই গরু উদ্ধারসহ সংঘবদ্ধ চোরদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে পুলিশ। মোল্লাহাট থানা পুলিশের এএসআই তারেকসহ সঙ্গিয় ফোর্স তল্লাসি চালিয়ে ওই গ্রামের আসাদ মোল্লার বাড়ী থেকে একটি ষাড় ও ভুলু মোল্লার বাড়ী থেকে একটি গাভীসহ একটি বাছুর উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এসময় চোররা কৌশলে পালিয়ে যায় বলেও জানান পুলিশের দায়িত্বশীল সুত্র।
এএসআই মোঃ তারেক জানান-গোপন সংবাদ সুত্রে সঙ্গিয় ফোর্স নিয়ে ওই গ্রামে তল্লাসী চালিয়ে ৩’টি গরু উদ্ধার করে থানায় আনেন তিনি। তবে, চোরার কৌশলে পালিয়ে যাওয়ায় তাদের’কে ধরতে পারেন নি। পরে চোরাই গরুর বিষয়ে খোজ নিয়ে জানতে পারেন- চিতলমারী এলাকার একটি মন্দিরের পক্ষ থেকে দীর্ঘদিন পূর্বে ষাড়টি’র গায়ে সিল মেরে ছেড়ে দেয়া হয়, সেই থেকে ষাড়’টি চিতলমারী বাজার এলাকায় থাকতো। আর গাভী ও বাছুরের এখনো মালিক/ঠিকানা খুজে পাওয়া যায় নি। স্থানীয় অনেকে বলেন-বেতবড়ীয়া গ্রামের মৃত আবুল শেখ’র ছেলে ঝিলু শেখ (৪০), মৃত ফরমান মোল্লার ছেলে আসাদ মোল্লা (৪০) ও বাবলু মোল্লার ছেলে ভুলু মোল্লা (২৭) সহ একটি সংঘবদ্ধ চোর সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে কখনো এলাকায় আবার কখনো বাহিরে বিক্রি করে চলেছে। উক্ত চোর সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা না নিলে তাদের রোধ করা সম্ভব না।
ওসি আবু সাঈদ মোঃ খায়রুল আনাম বলেন-চোর সিন্ডিকেটের বিরুদ্ধে তিনি কঠোর ব্যাবস্থা গ্রহণ করবেন।