যশোরে ইয়াবা সম্ম্রাজ্ঞীসহ দুই নারী গ্রেফতার : দেড় হাজার ইয়াবা উদ্ধার

প্রকাশঃ ২০১৭-১২-২৮ - ২১:২২

রবিউল ইসলাম মিটু.যশোর : ক্রিমিনাল ইনভেষ্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) যশোর জোনের একটি টিম বৃহস্পতিবার দুপুরে যশোর শহরের বকচর মাঠপাড়া এলাকায় ইয়াবা ট্যাবলেটের বড় একটি চালান উদ্ধার করেছে। এ সময় ইয়াবা স¤্রাজ্ঞী নুরুন্নাহার বেগম (৩৫) ও ননদ সাহিদা বেগমকে গ্রেফতার করেছে। এ সসয় নুরুন্নাহান বেগমের স্বামী আকমল মোড়ল পালিয়ে গেছে।

সিআইডি যশোর জোনের পুলিশ পরিদর্শক হারুন-অর-রশীদ জানান, বৃহস্পতিবার দুপুরে গোপন সূত্রে খবর পান শহরের বকচর মাঠপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে ইয়াবা ট্যাবলেটের বড় একটি চালান পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক হারুন-অর-রশীদসহ এসআই আনোয়ার হোসেন এবং একদল পুলিশ বেলা ২ টায় বকচর মাঠপাড়া সেলিমের বাড়ির ভাড়াটিয়া আকমল মোড়লের বাড়ি ঘেরাও করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আকমল মোড়ল পালিয়ে গেলেও তা স্ত্রী মাদক স¤্রাজ্ঞী নুরুন্নাহার বেগম ও মৃত আতাউল হক মোড়লের মেয়ে নুরুন্নাহার বেগমের ননদ সাহিদা বেগমকে গ্রেফতার করে। পরে তাদের দু’জনের দখল হতে ১০টি প্যাকেটে থাকা প্রতিটি প্যাকেটে ১৫০ পিস ইয়াবাসহ ১হাজার ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায়  কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত দু’জনকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়।