রবিউল ইসলাম মিটু, যশোর : যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকায় দ্বিতীয় শ্রেনীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত সাগর হোসেন আকাশ (১৩) নামে অপর এক শিশুকে আটক করেছে। আকাশ যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডস্থ তপনের বাড়ির ভাড়াটিয়া সাইকেল মিস্ত্রী আজগার হোসেনের ছেলে।
যশোর কোতোয়ালী থানার ওসি (তদন্ত) আবুল বাশার জানিয়েছেন, সোমবার দুপুরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ধর্ষণের শিকার বলে দ্বিতীয় শ্রেনীর এক ছাত্রীকে (৮) ভর্তি করে পরিবারের লোকজন। ওই শিশুর মায়ের ভাষ্য মতে, বৃহস্পতিবার রাতে ঘোপ নওয়াপাড়া এলাকার আকাশ তার মেয়েকে ধর্ষণ করে। এরপর বিষয়টি কাউকে না জানানোর জন্য চাপ দেয়। তবে মেয়েটি প্রথমে তার মামাতো বোন এবং পরে তার মাকে জানায়। এ বিষয়ে আকাশের পরিবার ও বাড়িওয়ালা তপনের কাছে জানান। এরপর আকাশের পরিবারের লোকজন ঘটনাটি ধামাচাপা দিতে ১০ হাজার টাকা দিতে চায়। পরে টাকা দেবে না বলে হুমকি ধামকি শুরু করে। পরে তিনি মেয়েকে হাসপাতালে ভর্তি করেন। ধর্ষণের শিকার ওই শিশুর মা বাদি হয়ে থানায় আকাশকে অভিযুক্ত করে মামলা করেছেন। পুলিশ আকাশকে আটক করেছে।