রবিউল ইসলাম মিটু, যশোর : যশোরে পঞ্চম শ্রেণির ছাত্রীসহ দুই জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো, যশোর শহরের ঘোপ জেল রোডের মোহাম্মদ আলীর বাড়ির ভাড়াটিয়া হারুন অর রশিদের মেয়ে ও ঘোপের এনএম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী কেয়া খাতুন ওরফে টিয়া (১১) এবং শহরের কাজীপাড়া লিচুবাগান এলাকার আলা উদ্দিনের ছেলে রুহুল আমিন (৪০)।
টিয়ার ভাই লিটন জানান, ছোট ভাই সিরাজের সাথে ঝগড়া করে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ মৃত্যু ঘোষণা করে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
অপরদিকে, ভাই আজিম জানান, বুধবার রাতে রুহুল আমিন অসুস্থ হয়ে পড়লে তাকে বেসরকারি হাসপাতাল দড়াটানা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার উন্নতি না হলে রাত সাড়ে টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়। হাসপাতালের দায়িত্বরত কোতয়ালি থানার এসআই মঞ্জুরুল ইসলাম রুহুল আমিনের মৃত্যু নিশ্চিত করেছেন।