রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপালের ফয়লাহাট সগুনা সার্বজনীন রাধাকৃষ্ণ মন্দিরে অন্নকুট উৎসব অনুষ্ঠিত হয়েছে ৷ শ্রীকৃষ্ণের নিয়মসেবা মাস উপলক্ষে প্রায় মাসব্যাপী ধর্মীয় ভাব গাম্ভির্যে দামোদর তিথী উদযাপন করা হচ্ছে ৷ প্রতিদিন মহানাম সংকীর্তন,ভোগরাগ, আরতির মাধ্যমে শত শত ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন ৷ এ উপলক্ষে ১ নভেম্বর দুপুরে মন্দিরে অন্নভোগ প্রসাদ বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হবে । উক্ত অনুষ্ঠানে সকল ভক্তবৃন্দের সার্বিক অংশগ্রহন কামনা করেছেন সগুনা সার্বজনীন নামযজ্ঞ উদযাপন কমিটির সভাপতি ডাঃ অনাদিরজ্ঞন পাল,সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নরেদ্রনাথ পাল,হরিদাস পাল,বিধান পাল,সত্যরজ্ঞন পাল,তপন পাল,প্রশান্ত পাল,সগুনা মহিলা ক্লাব সেক্রেটারী সুব্রত পাল,মজ্ঞু পাল প্রমুখ ।