রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপাল কলেজের সামনের নদী থেকে পুলিশের উদ্ধার করা নিহত যুবকের নাম পরিচয় পাওয়া গেছে। ফেসবুকে আপলোড করা ভাইরাল হওয়া ছবি দেখে পরিবারের স্বজনেরা লাশের চেহারা ও গায়ের জামা দেখে শনাক্ত করেন। নিহত যুবক হলেন, খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার পুটিমারী গ্রামের জালাল শেখের পুত্র আবুল শেখ (৩৫)। নিহত আবুলের স্ত্রী শাবানা বেগম জানান, বৃহস্পতিবার রাত অনুমান ৮ টার সময় তার স্বামীর বন্ধু রাজু, মিরাজসহ ১০/১২ জন লোক তাকে তার বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোজ ছিল। পরদিন শুক্রবার রাত ৮ টার সময় মংলা-ঘষিয়াখালী চ্যানেলের রামপাল কলেজের পশ্চিম পাশে কবির খাঁন এর বাড়ির পশ্চিম পাশের নদী থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। লাশের মাথাসহ সারা শরীরে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। রামপাল থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ওই রাতেই থানায় নিয়ে আসে। শনিবার সকাল ৯ টায় নিহতের লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করে। শুক্রবার সন্ধার দিকে স্থাণীয় জনতা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রামপাল থানার ওসির নির্দেশে এসআই প্রবীর কুমার স্থাণীয় লোকজনের সহায়তায় লাশ উদ্ধার করেন। এ ব্যাপারে রামপাল থানার ওসি মোঃ বেলায়েত হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, লাশের নাম পরিচয় পাওয়া গেছে। কি কারনে বা কেন তাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।