রূপগঞ্জে মদ্যপ ছেলের বিরুদ্ধে পিতা মাতার মামলা!

প্রকাশঃ ২০১৭-১১-১৩ - ২০:১০

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক মদ্যপ ছেলের অত্যাচার সইতে না পেরে খোঁদ পিতা মাতা মামলা দায়ের করেছেন থানায়। আর তাকে ধরিয়ে দিতে পুলিশকে সহযোগীতা করছেন তারা। ঘটনাটি ঘঠেছে সোমবার সকালে  উপজেলার তারাব পৌরসভার মোগরাকুল এলাকায়।

 ভুক্তভোগী পিতা সৈয়দ মুছলেহ উদ্দিন জানান, তার ছেলে সৈয়দ আলী নেওয়াজ ওরফে রাসেল দীর্ঘদিন যাবৎ মদ্যপ হয়ে সংসারে নানা অশান্তির সৃষ্টি করছে। স্থানীয় মাতাব্বরদের জানালো সে অরো ক্ষিপ্ত হয়ে তাকে ও (তার স্ত্রী) ছেলের মাকে বটি দিয়ে কুপাতে আসে। এভাবে একাধিকবার পিতা মাতা উভয়কে পিটিয়েছেও কুলাঙ্গার রাসেল। অবশেষে ছেলেকে বশে আনতে না পারায় আইনের আশ্রয় নিয়েছেন তিনি। সূত্র আরো জানায়, রাসেল কাজ কর্ম না করে বাজে আড্ডায় পরে মদ্যপ হয়ে পরে। আর মদ পানের জন্য টাকা চাইলে না দিলেই পিতা মাতাকে পিটিয়ে আহত করতে তেড়ে আসে।  ফলে যেকোন সময় পিতা মাতাকে মেরে ফেলার আশঙ্কায় ও নানা কারনে অতীষ্ট হয়ে পিতা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন ।

 এ বিষয়ে  রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। অভিযুক্ত ছেলেকে আটক করার চেষ্টা চলছে।